নিজস্ব প্রতিবেদক/
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে সরকারী পুকুরের দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোখলেস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামের ছয়মুদ্দির ছেলে। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈশ্বরপাড়া গ্রামের পুর্বপাড়ার সাহাবুল ইসলাম ছাপু ও পশ্চিমপাড়ার বাদশা গ্রুপের মধ্যে ওই গ্রামের সরকারি একটি পুকুর দখল নিয়ে দ্বন্দ চলছিল। এ নিয়ে এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব নিয়ে থানায় মামলা পাল্টা মামলাও হয়েছে। এই বিরোধের জের ধরে আজ (শুক্রবার) সকালে প্রতিপক্ষ বাদশা গ্রুপের লোকজনের ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলায় ছাপু গ্রুপের মোখলেস এর মৃত্যু হয়।
লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।