নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর বুধবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ কমিটির নাম প্রকাশ করা হয়। কমিটিতে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ সভাপতি, এ্যাড. শরীফ উদ্দিন রিমন সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন সাংগঠনিক সম্পাদকসহ ৭১ সদস্যের নাম প্রকাশ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী স্বাক্ষরিত কমিটির তালিকা দৌলতপুর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। কমিটিতে সাবেক এমপি রেজাউল হক চৌধুরী সহ-সভাপতি, তৌহিদুল ইসলাম সরদার যুগ্ম সাধারণ সম্পাদক ও সরদার আতিয়ার রহমান আতিক সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।