মোজাম্মেল হক/
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলকে লাভজনক করতে শনিবার মিলের ট্রেনিং কমপ্লেক্সে শ্রমিক-কর্মচারীদের সাথে মিল কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক ও কর্মচারীরা চিনিকলটিকে আধুনিকায়ন, উচ্চ ফলনশীল আখের জাত উদ্ভাবন ও উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে চিনির মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এছাড়া সমন্বয়ের নামে বন্ধ মিলের শ্রমিক ও কর্মচারীদের নতুন করে নর্থ বেঙ্গল সুগার মিলে অঙ্গিভুক্ত না করার করার দাবি জানান শ্রমিক-কর্মচারীরা।
মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমাযুন কবীর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব নিলুফার জেসমিন খান। সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিলের মহাব্যবস্থাপক (অর্থ) হিরন্ময়, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ারুল ইসলাম, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠণিক সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই, সানোয়ার হোসেন, ফরহাদ হোসেন, শাহজাহান আলী, রফিকুল ইসলাম, আব্দুল মমিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, আওলাদ হোসেন প্রমুখ।