প্রেস বিজ্ঞপ্তি/
১১ আগস্ট ২০২১ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৬তম একাডেমিক কাউন্সিল সভা সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।
একাডেমিক কাউন্সিল সভায় ১৫তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, সামার ২০২১ সেমিস্টারের ভর্তি কার্যক্রম, সামার ২০২০ ও ফল ২০২০ সেমিস্টারের ফলাফল অনুমোদন, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহের শেষ বর্ষের ৮ম সেমিস্টারের সেশনাল পরীক্ষা গ্রহণ, শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে আইকিউএসি এর কার্যক্রম, শিক্ষক ও শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম, ব্যবসায় প্রশাসন, ইংরেজি এবং আইন ও বিচার বিভাগের অনার্সের সিলেবাস নবায়নের অনুমোদন, উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিভাগের শিক্ষকের আবেদন অনুমোদন, ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাসমেন্ট ও ভিজিট এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ, অনলাইন পরীক্ষা সংক্রান্ত ইউজিসি’র নির্দেশনা বাস্তবায়নের অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন এবং বোর্ড অব ট্রাস্ট্রিজ মনোনীত অন্যান্য সদস্যবৃন্দ।