নিজস্ব প্রতিবেদক/
সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে করোনা প্রতিরোধক গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি টিকাদান কেন্দ্রে এই গণটিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউপি’র ধুপইল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ট্যাগ অফিসার উমিরুল ইসলাম, ওয়ালিয়া ইউপি সচিব আরিফুল ইসলাম, ধুপইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ন আহমেদ প্রমুখ।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার জানান,‘লালপুরে ৬টি ইউনিয়নের ৬টি টিকাদান কেন্দ্র মোট ৩হাজার ৬শ জনকে টিকা দেওয়া হয়েছে। সরকার তৃণমূলে বয়বৃদ্ধ মানুষদের বিনামূল্যে টিকা প্রদানের লক্ষে যে গণটিকা কার্যক্রম হাতে নিয়েছে তা সফল হয়েছে। সকাল থেকেই প্রতিটি টিকা কেন্দ্রে টিকা গ্রহিতারা লাইনে দাড়িয়ে সুন্দর ভাবে টিকা নিতে দেখা গেছে। আমি ৫০-৬০উর্দ্ধ অনেক টিকা গ্রহিতাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন গণটিকা দেওয়ার জন্য খুব সহজে তারা টিকা নিয়েছেন, হাসপাতালে গিয়ে কখনোই তারা টিকা নিতো না।’