দৌলতপুর প্রতিনিধি /
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোট একটি গ্রাম লক্ষিপুর, সেই গ্রামে গত ২২ দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য দপ্তরে কোন তথ্য না থাকায় দিন দিন গ্রামটি মৃত্যু পুরিতে পরিণত হচ্ছে। বিভিন্ন পত্র পত্রিকায় খবরটি প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য দপ্তরের নজরে আসে।
মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি.এইচ.ও. তৌহিদুল হাছান তুহিন, আড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইদ আনছারি বিপ্লব গ্রামটি পরিদরর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, এই ছোট একটি গ্রামে এত মানুষ আক্রান্ত হচ্ছে এবং ২২ দিনে ১৩ জন মানুষ মারা গেছে এ তথ্যটা আমাদের কাছে পৌঁছায় নাই। আজ সকালেই জানতে পেরেছি চেয়ারম্যান সাইদ আনছারি বিপ্লব বিষটি জানালে আমরা এসেছি। তবে তথ্য না পাওয়াতে আমাদের বিলম্ব হয়েছে। আগে জানতে পারলে হয়তো মানুষকে আর সচেতন করতে পারতাম।