নিজস্ব প্রতিবেদক/
রবিবার রাতে নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকার ঝাড়পাড়া থেকে নগদ ২ লাখ ৫৬ হাজার ৬শ ৬০ টাকা সহ ৯ জুয়রিকে আটক করেছে র্যাব। এসময় ২ সেট তাস, ১৩টি মোবাইল ফোন, ১৯টি সিম কার্ড ও ৩টি মোটর সাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে রাত ৯টার দিকে শ্রীরামগাড়ী এলাকার ঝাড়পাড়ায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে গ্রেফতারকৃতরা হলো লালপুর উপজেলার শ্রীরামগাড়ীর সেকেন্দার আলী মন্ডলের পুত্র আনিছুর রহমান (৩৮), মৃত জালাল উদ্দিনের পুত্র আব্বাস আলী (৫০), আলালউদ্দিনের পুত্র ফজলু (৩৮), বিলমাড়িয়ার সাজদার মন্ডলের পুত্র হানিফ মন্ডল (৩৫), ঈশ্বরদী উপজেলার রুপপুরের হামজাল হোসেনের পুত্র হৃদয় হাসান (২১), দিয়াড়বাঘইল গ্রামের আব্দুস সামাদের পুত্র আলমগীর হোসেন (৪৮), রহিমপুর গ্রামের হায়দার আলীর পুত্র মামুন ফেরদৌস (৪০), মৃত জব্বার এর পুত্র গোলাম মোস্তফা ওরফে মোস্ত (৩১) ও শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের মৃত আনিছুর রহমানের পুত্র আছাদুজ্জামান (৫৫)।
এঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।