নিজস্ব প্রতিবেদক/
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা সামছুল হকের লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের সঙ্গে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম বাদশা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার কালুপাড়া গ্রামের গাদু প্রামানিকের ছেল।
রবিবার (২০ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার বিভাগ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাগেছে, সকালে বিভাগ গ্রামে আ.লীগ নেতা শামছুল হকের নামাজের জানাজা শেষে লাশ দাফন করে বাড়ি ফেরার পথে বিভাগ মোড়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান আব্দুর রহিম বাদশা। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাটোর জেলা পরিষদের সদস্য ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বদিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।