নিজস্ব প্রতিবেদক /
নাটোরের লালপুরের পদ্মা নদীর চরে ছাগলকে ঘাস খাওয়ানোর সময় শিয়ালের কামড়ে তিনজন আহত হয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী ডলি খাতুন (২২), ছেলে জিহাদ (৫) এবং রিপন ফকিরের ছেলে ফয়সাল (১২) একই পরিবারের তিনজন রামকৃষ্ণপুর পদ্মা নদীর চরে ছাগল চরাতে যায়। এ সময় কয়েকটি শিয়াল ছাগলের ওপর অতর্কিত আক্রমণ করে। তারা ছাগলকে বাঁচাতে গেলে শিয়ালের দল তাদেরকে কামড় দেয়। পরে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান জানান, আহতদের পা, মুখ ও শরীরে শিয়াল কামড় দিয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনে ভ্যাকসিন ও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।