Online Newspaper Portal
নীড়ভাঙা গাং শালিকের মত রাতভর উড়ে বেড়ায় স্রোতশ্বনী পদ্মার বুকে।
ডানা ভারী হয়ে কখনো নুয়ে পড়ি উতাল পাতাল ঢেউয়ের ওপর।
বেঁচে থাকার প্রবল ইচ্ছে শক্তি সঞ্চয় করে টেনে তোলে আরবার।
পাড় ভাঙ্গার ধপাস ধপাস শব্দ স্বপ্ন দেখায়- নতুন ঘর বাঁধার ॥