নিজস্ব প্রতিবেদক/
চলতি মৌসুমে নাটোরের লালপুরে বোরো ধানা কাটা শুরু হয়েছে। সোমবার (২৬ এপিল) দুপুরে উপজেলার কলসনগর এলাকায় বোরো ধানের নমুনা শস্য কর্তনের মাধ্যমে উপজেলায় বোরো ধানা কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদি হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনি রহমান, উজ্জল, আফরোজা বেগম ও ধানচাষী রবিউল ইসলাম ও আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
লালপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘এবছর উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমিতে বরো ধানের চাষ হয়েছে। এই সকল জমি থেকে ৬.৬ মেট্রিকটন হারে ৮হাজার ২৫০ মেট্রিকটন ধান ও ৫ হাজার ৫০০ মেট্রিকটন চাউল উৎপাদনের লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে। ’
উপজেলার ধান চাষী রবিউল ও আমিরুল ইসলাম বলেন,‘তারা চলতি মৌসুমে উন্নত ৮১-৫৮ জাতের ধানে চাষ করেছেন। আবহাওয়া অনুকুলে থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতিবিঘা জমিতে ২২ থেকে ২৫ মন হারে ধানের ফলন হবে। বাজারে উৎপাদিত ধানের সঠিক দাম পেলে আগামীতে তারা আরো বেশি পরিমানে বোরো ধানের চাষ করবেন বলে জানান।’
লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘এই উপজেলায় স্বল্প পরিমানে বোরো ধানের চাষ হলেও এবার লক্ষমাত্রার চেয়ে ৩শ হেক্টর বেশি জমিতে বোরো ধানের চাষ হয়েছে। কৃষক পর্যায়ে কৃষি প্রণোদনা দেওয়া, কৃষকদের উন্নত জাতের বোরো ধান চাষে উদ্বুগ্ধ করায় প্রতি বছরই লালপুরে বোরো ধানের চাষ বাড়ছে। আজ নমুনা শস্য কর্তনের মধ্যে দিয়ে উপজেলায় বোরো ধান কাটা শুরু হলো। এবছর আবহাওয়া অনুকুলে থাকায় ও ধানের পোকামাকড়ের আক্রমন কম হওয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আগামীতে এই উপজেলায় বোরো ধানের চাষ আরো বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।’