নিজস্ব প্রতিবেদক/
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাটোরের লালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পল্লী বিদ্যুৎ সমিতি এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্প মাল্য অর্পন করে স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জাতীয় পতাকার আনুষ্ঠানিক উদ্বোধন ও কুচকাওয়াজ পদর্শন করেন স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার, লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক, পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, সাপ্তাহিক পদ্মাপ্রবাহ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শুভেচ্ছা স্মারক প্রদান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।