আমি আমার মাঝে খুঁজি আমাকে
সব সুর জমাট বাঁধে আত্মার গভীরে,
যাহা সত্য তাহা নির্ভয়ে বলি
বিনয়ের সাথে পথ চলি।
কে কোথায় যায় চলে
কালের কোলে
আমিও চলি নিয়তির হাত ধরে
আত্মার বাধ্যবাধকতায় বিশ্বাসী আমি,
মায়ার বাধঁনে নই।
জীবন-জটিলের বহমান ধারায়
অতি সাধারণ আমি,
নিজেকে খুজে পাওয়ার আশায়; এই আমি!