প্রেস বিজ্ঞপ্তি/
সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ইং ১১ ফেব্রুয়ারি তারিখ ২১.০০ হতে ২১.৩০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার সদর থানাধীন বনবেলঘরিয়া হিন্দুপাড়া গ্রামস্থ জনৈক সুরমান আলী এর মেহগণি বাগান এলাকায় অভিযান পরিচালনা করে (ক) গাঁজা- ০৫ গ্রাম, (খ) গ্যাস লাইট-০৬ টি, সহ আসামী ১। মোঃ বাবু প্রামানিক (৩৬), পিতা- মোঃ আলাউদ্দিন প্রামানিক, সাং- বনবেলঘরিয়া, ২। মোঃ রফিকুল ইসলাম (৩০), পিতা- মৃত লোকমান হোসেন, সাং- বনবেলঘরিয়া, ৩। মোঃ সুমন মিয়া (২৭), পিতা- মোঃ সুলতান, সাং- বড় হরিশপুর মিশন গেট, ৪। মোঃ শরিফুল মোল্লা (২২), পিতা- মোঃ শহিদ মোল্লা, সাং-মহিষমারি,থানা-সিংড়া (এ/পি জনৈক তৈয়ব এর ভাটার শ্রমিক),সাং-গুনারীগ্রাম ৫। মোঃ আঃ রাজ্জাক হাওলাদার (৩৮) পিতা- মৃত মোশারফ হাওলাদার সাং-উত্তর চৌকির পাড়, ৬। মোঃ মাহফুজ খাঁন @ কালু (৩৩), পিতা- মৃতঃ হায়দার খাঁন, সাং-হোগলবাড়িয়া, ৭। শ্রী কাজল দাস (৩৫) পিতা- মৃত বিভূতী দাস , সাং-দক্ষিন চৌকিরপাড়, ৮। মোঃ রিফাত হোসেন (১৮), পিতা- মোঃ নুরুল আমিন চৌধুরী, সাং-হরিশপুর বাইপাস মোড়(সাহারা ফুড গার্ডেনের পিছনে), ৯। মোঃ সোহাগ ব্যাপারী (৩০), পিতা- মৃত জয়নাল ব্যাপারী , সাং- উত্তর চৌকির পাড় কালুর মোড়, ১০। মোঃ হাফিজুল প্রামানিক (২৫), পিতা-মোহাম্মদ হোসেন প্রামাণিক, সাং- মল্লিক হাটি পশ্চিম পাড়া, ১১। মোঃ ফিরোজ আলী (২৪), পিতা- মোঃ বেলাল হোসেন, সাং- কান্দিভিটা পূর্বপাড়া,১২। মোঃ নূর ইসলাম@ মনজিলা গাজী(৩৫) পিতা-মোঃ শমসেদ গাজী সাং-কাঠাঁলবাড়িয়া সর্ব থানা ও জেলা-নাটোর এবং ঘটনাস্থল হইতে উদ্ধারমতে জব্দকৃত আলামত (ক) সাদা কাগজে মোড়ানো শুকনা গাঁজা ০৪ (চার) গ্রাম, (খ) গ্যাস লাইট ০১ (এক) টি হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে আসিয়া উল্লেখিত স্থানে একত্রিত হইয়া মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছিল বলিয়া সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এঘটনায় থানায় মামলা হয়েছে।