তোমার পদধূলির তৃষ্ণায়
আমি নীচু হয়ে থাকি
বহুদিন আকাশ দেখিনা
পাছে তোমার পদধূলি না
মিলিয়ে যায়।
প্রেমের যে রেখাপথ তুমি রেখে গেছো
আমি সেই চিহ্ন খুঁজে হাঁটছি
বড় মায়াময় মুখ তোমার
মনে করে আমি নিভৃতে কাঁদি
পাহাড়ের ঝর্ণা ধারা সেও
শুধু তোমার জন্য কাঁদে
ম্যাগনোলিয়া থেকে শুরু করে
ঐ যে নাম জানা বুনো ফুল
সেও অপেক্ষা করে আছে
যদি কেউ আসে কোনদিন
ভালবেসে নিয়ে যায় তারে
তোমার দরবারে।
তবেই স্বার্থক হবে জনম তার
আহারে সে মুখ
বড় মায়াময় মুখ
ভালবাসি তারে।