নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বিকল হয়ে পড়া একটি নসিমনকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়িবামনগড়া গ্রামের ব্যবসায়ী ইউসুফ আলীর ছেলে মনিরুল শাহ, মোজা শাহের ছেলে শাকিল শাহ (২০) ও একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে নসিমন চালক আশরাফুল ইসলাম (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন্নবী প্রধান জানান, নিহত তিনজন ওই মহাসড়ক দিয়ে নাটোরের গুরুদাসপুরে ফিরছিলেন। পথে তাড়াশে মান্নাননগর এলাকায় পেট্রোল পাম্প-সংলগ্ন নসিমনটি বিকল হয়ে পড়ে। সেখানে চালক নসিমনটি মেরামতের জন্য কাজ করছিলেন। পাশেই ছিলেন নসিমনের দুই যাত্রী। এ সময় রাজশাহী থেকে আসা একটি ট্রাক নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনচালক ও দুই যাত্রী নিহত হন।
এ খবর পেয়ে সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। পরে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।