নাটোরে হচ্ছে ড. ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোর জেলা সদরে ড. ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে বলে জানাগেছে।

নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটোরে সদরে ড. ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত একটি পত্র ইউজিসিতে প্রেরণ করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসিসহ সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছেন। তারা সকলেই একমত হয়েছেন নাটোর যেহেতু জেলা সদর, সে কারণে নাটোর সদরেই হবে ড. ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়। এসংবাদে এ সংবাদে নাটোরের মানুষ পরস্পর মিষ্টি খাওয়ার মাধ্যমে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে।

তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানান। এ অঞ্চলের সকল স্তরের মানুষ কৃষিপ্রধান জেলা হিসেবে দীর্ঘদিন থেকে নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন।

সাংসদ শিমুল বলেন, নাটোরের মানুষের প্রাণের দাবি বুঝতে পেরেই সংসদ দশম এবং একাদশ জাতীয় সংসদে নাটোরে ড. ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছিলাম।

বি/০১