সংবাদদাতা/
নাটোরের বাগাতিপাড়ায় পৌরসভার কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় সাড়ে ৪শ’ ল্যাকটেটিং মা সেবা গ্রহণ করেছেন।
বুধবার উপজেলা জিমনেশিয়াম হলে এ সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় বাগাতিপাড়া পৌরসভার নির্বাচিত উপকারভোগীদের জন্য হেলথ ক্যাম্প।
বাগাতিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নূরুল ইসলাম ঠান্টু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইউনুস আলী,বাগাতিপাড়া উপজেলা যুবলীগ সভাপতিনাসিম আহমেদ, বাগাতিপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মোছাঃ ফরিদা পারভীন, বাগাতিপাড়া উপজেলা তাঁতীলীগ সভাপতি শামসুজ্জামান মোহন, জামনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ। (