লালপুর (নাটোর) সংবাদদাতা/
চিনিশিল্প বি-রাষ্ট্রীয় করন বন্ধ, চিনিকল গুলো বহুমুখি প্রকল্প দ্রুত বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারী ও কৃষকের বকেয়া পাওনা দ্রুত পরিশোধ ও চিনিকল দ্রুত চালুর দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন ও পথসভা করেছে নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষী সমিতি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর রেলগেটে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওছারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উত্তরঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সম্পাদক অধ্যাপক সুকুমার সরকার, বাংলাদেশ আখচাষি ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক -কর্মচারী ইউনিয়নে সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন,’দেশের কোন চিনি কল বন্ধ করতে দেওয়া হবে না। ১৫টি চিনিকল রক্ষা, শ্রমিকের বকেয়া বেতন পরিশোধসহ দ্রুত নর্থ বেঙ্গল সুগার মিলসহ সকল চিনিকল চালু না হলে বৃহত্তম আন্দোলন কর্মসূচী দেওয়াসহ প্রয়োজনে রেলপথ-রাজপথ অবরোধের কথা জানান তারা।’
এসময় নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।