পদ্মাপাড়ে দাঁড়িয়ে
চোখ মেলে ওপারে
কিছু গাছ কিছু ঘর সুদুরে
দেখি আপছা তাহারে।
ছেঁড়া পালে ডিঙ্গি বায়
ডিঙ্গি মাঝে শোভা পায় ছই
ভাটির টানে ডিঙ্গি বাও
বলি মাঝি তোমার গন্তব্য কই?
মাঝি বলে ভাটির দেশে
বানিজ্য উদ্দেশ্য পাছে
ছইয়ের মাঝে কিছু পণ্য
বিকাইবার ইচ্ছা আছে।
বউ বাচ্চার কথা মনে
কিছু সুখের আশা বুকে
ভেসে বেড়াই নদীর মাঝে
হাসিটারে নিয়ে মুখে।
কষ্টটারে আড়াল করে
রোদ বৃষ্টি মাথায় লয়ে
শক্ত হাতে হালটা ধরে
চলে ডিঙ্গি পদ্মার প্রবাহে।।