নিজস্ব প্রতিবেদক/
গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে নতুন করে মোট ৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার নমুনা পরীক্ষায় এই রোগীরা শনাক্ত হয়। আজ বুধবার (১১ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার বিভাগে মাঝে রাজশাহী জেলাতে সাতজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ছয়জন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ২৯ জন, সিরাজগঞ্জে সাতজন ও পাবনায় একজন রোগী শনাক্ত হয়েছেন। এই দিন রাজশাহী বিভাগের মোট ২৫ জন রোগী সুস্থ হয়েছেন। যার মাঝে রাজশাহীর চারজন, নওগাঁর একজন, জয়পুরহাটের তিনজন, বগুড়ার ১২ জন এবং পাবনার পাঁচজন সুস্থ হয়েছে।
আর মঙ্গলবার বিভাগে নতুন করে কোন মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত মোট ৩২১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট আক্রান্তদের সংখ্যা ২১ হাজার ৫১০ জন। যার মধ্যে ২০ হাজার ৯৪ জন এখন সুস্থ রয়েছে। আর হাসপাতালে ভর্তি রয়েছে ২ হাজার ৫৩৩ জন।