সেই শুভ দিনটার কথা বলি
তোমাদের রেখে যেদিন আমি যাব চলি।
ঐদিনটা কেমন হবে জান্তে ইচ্ছা করে
পরিষ্কার একটি দিনের কথা শুধুই মনে পড়ে।
হিতাকাঙ্খী আসবে আমায় একটু দেখিবার
থাকতে পারে কিছু অশ্রু চোখেতে তাহার।
অশ্রু সজল না যদি হয় কারও দু’টি চোখ
মন থেকে প্রকাশিবে ছিলো ভালো লোক।
মুসল্লিগন পড়বেন দোয়া আমার রুহের পরে
তাদের সাথে রাখবে তোমার হাত দু’খানি ধরে।
জোর দাবি করবে তুমি সৃষ্টি কর্তার প্রতি
বেহেস্ত নছিব করলে তোমার কিবা হবে ক্ষতি?
করে গেলাম কবর বাসি তুমি হবে হাওলা
পাহাড় সমান গুনাহ মাফে তুমিই শুধু মাওলা।