দুই ভূয়া চিকিৎসকের জেল জরিমানা
নিজস্ব প্রতিবেদক/
নাটোরে অনুমোদনহীন ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুইজন ভূয়া চিকিৎসককে জরিমানা ও ৬মাসের কারাদন্ড এবং ক্লিনিকিটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালানো হয়।
জানা যায়, মঙ্গলবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) শহরের কানাইখালি উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করেন।এসময় ক্রিনিক কর্তৃপক্ষ তাদের কি।রনিক ব্যবসা পরিচালনার অনুমোদনের কোন কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন। অপরদিকে ওই ক্লিনিকের দুইজন ভূয়া চিকিৎসক মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে চিকিৎসা প্রদান করছিলেন।এসব কারণে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোমা খাতুন ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ৬মাসের কারাদন্ড এবং ৫০হাজার টাকা জরিমানা এবং অপর চিকিৎসক হুমাইয়ারা আক্তারকে ৫০হাজার টাকা জরিমানা করেন। এসময় উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত।