আকাশ ভরা আলোর চমক
চাঁদটা কেমন হাসে,
পূর্ণিমার চাঁদ আলো ছড়ায়
আকাশে ভেসে ভেসে।।
নীলের মাঝে চাঁদকে দেখেই
মনটা চমকিত,
আলোর ঝলকে সবই কেমন
হচ্ছে আলোকিত।।
চাঁদের আলোর মাঝে শুধুই
মন হয়ে যায় ভাল,
আলোর মাঝে চলছি সবাই
দুর হয়ে যাক কালো।।
এমন করেই পূর্ণিমার ঐ চাঁদ
থাকুক সবার ঘর,
আলোর মাঝে থাকবো সবাই
সত্যি জীবন ভর।।
পূর্ণিমার চাঁদটা আলো দিয়েই
করে যে সব উজ্জ্বল,
অন্ধকারটা দুর করেই পূর্ণিমা
বাড়ায় যে শুধুই বল।।