নিজস্ব প্রতিবেদক/
গলায় বাঁশি আটকে আরিফুল ইসলাম নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরিফুল আজ সকালে বাশি বাজানোর সময় গলায় আটকে যায়। নাটোর সদর হাসপাতালে গলায় আটকানো বাঁশি অস্ত্রোপাচারের মাধ্যমে অপসারণের সময় তার মৃত্যু হয়। সে সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে ও গুরুদাসপুরের খোলাকান্তনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।
জানাগেছে বাঁশি বাজাতে গিয়ে আরিফুলের গলায় ঢুকে আটকে যায়। তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার জরুরী ওয়াডেই শিশুটির গলায় অস্ত্রোপাচার শুরু করেন। এতে শিশু আরিফের মৃত্যু হয়। তবে কর্তব্যরত ডাক্তার বলেছেন, শিশুটির শ্বাসনালীতে কৃত্রিম নল স্থাপনের সময় অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালের জরুরী ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়নি বলে তিনি দাবী করেছেন।