সংবাদদাতা/
মুজিব বর্ষের আহব্বান যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্য কে সামনে রেকে নাটোরের লালপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (০১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তেরর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামের আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
অন্যান্যের মধ্যে থানা আ.লীগের সহ-সভাপতি ইসকেন্দার মির্জা, সাংগাঠনিক সম্পাদক আ স ম মাহামুদুল হক মুকুল, গোপালপুর পৌর আ.লীগের সভাপতি রোকসানা মুর্তজা লিলি, সাবেক সংসদ শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহম্মেদ সাগর, উপজেলা যুব উন্নয় কর্মকর্তা উমিরুল ইসলামসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৭ জন যুবককের মাঝে ৩ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋনের চেক ও ১০ জনকে যুব প্রশিক্ষনের সার্টিফিকেট প্রদান করা হয়।