নিজস্ব প্রতিবেদক/
নাটোরের লালপুরে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আসকান আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ইসলামপুর গ্রামের মৃত আবেদ আলী ছেলে। রবিবার (০১ নভেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার চংধুপইল ইউপির বাওড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, আসকান আলী মানসিক ভারসাম্যহীন ছিলো। সকালে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় নীল সাগর ট্রেনের নিচে ঝাপ দিলে কাটা পড়ে তার মৃত্যু হয়।