ইচ্ছে করে নদীর ধারে
মাচানটাতে ঘুমোই
ঢেউয়ের আগা ছুয়ে আসা
বাতাসটারে চুমোই।
গভীর রাতে নদীর মাঝে
জেলে নৌকায় পিদিম জ্বলে
মিটি মিটি আলো গুলো
তারার সাথে কথা বলে।
শুশুক চলে উল্টে পাল্টে
ঢেউয়ের তালে নৌকা দুলে
জেলের মনে শঙ্কা জাগে
জালের টানে পরান টলে।
চাঁদ তারাদের আলোর মেলায়
জোনাকিরাও জোটে
এমনি করে মেলায় খেলায়
রাত্রি যে যায় টুটে।
ভোর না হতেই জেলে নৌকা
ভীড়ে নদীর ঘাটে
পাকপাকালির ডাকের সাথে
আঁধার যে যায় কেটে।
ইচ্ছে করে নদীর ধারে
আবাস গড়ে তুলি
জলের সাথে পাখির সাথে
থাকি সকল ভুলি ॥