মাথার ভিতর সবুজ পাতা
শিরা উপশিরা যদি জানিয়ে দেয়
তুমি থেমে যেতে পার
তুমি ভুলে যেতে পার
তুমি কেউ নও
তোমার রাগে অভিমানে ভালবাসায়
এই ছোট সবুজ গ্রহে
কারও কিছু যায় আসেনা
ঐ চাঁদ আর চাঁদনী তোমার
অপেক্ষায় ছিলোনা কোনদিন
আর থাকবেনা কখনো
তবে ঐ যে পাতায় ভালবাসা বুনেছিলে
তারা আজও তোমায় মনে করে
পথবাসীর দিকে চেয়ে ভাবে
এই বুঝি তুমি এলে
যে কবিতায় দিনরাত খুঁজে ফিরি তাঁকে
সে আমার ভালবাসা
সে আমার লালন ফকির
সে আমার সুর
সে আমার লালন ফকির
হে ফকির জন্মেছিলে যুগের আগেই
তবুও তোমার আঙুল থেকে ঝরে পড়া আলো
এক নক্ষত্রের মতন
সৃষ্টি করেছে এক গ্রহ
সে জগৎ তোমার মতন।