লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে পাঁচজন প্রার্থীগণ।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে লালপুর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে নির্বাচন অফিসার হাসিব বীন সাহারের নিকট মনোনয়নপত্র জমা দেন পাঁচ প্রার্থী। উক্ত ওয়ার্ড সদস্য পদে মনোনয়ন জমা দেন বাচ্চু মিয়া, আলাল, খলিল প্রাং, জিয়াউর রহমান, সোহেল রানা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মির্জা, ওয়ার্ড সদস্য প্রার্থী বাচ্চু মিয়ার সমর্থনকারী আকছেদ আলী, শংকর গোবিন্দ চাকী প্রমূখ।
উপজেলা নির্বাচন অফিসার জানান, উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদটি দীর্ঘদিন শূণ্য থাকায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ২৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ইতমধ্যে উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। প্রার্থীদের চুরান্ত যাচাই-বাছাই করা হবে ২৬ সেপ্টেম্বর এবং আগামী ২০ অক্টোবরে এই উপ-নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।