নিজস্ব প্রতিবেদক/
সোমবার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে জহুরুল ইসলাম নামের এক ভেজাল গুড় তৈরীর কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি ভ্রাম্যমাণ আদালত।
এর আগে দুপুরে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কাম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃতে একটি অভিযানিক দল ওই ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার কেজি ভেজাল গুড়, গুড় তৈরীতে ব্যবহৃত ফিটকারী, হাইড্রোজ, চুন ও চিনি ও গুড় তৈরীর সরঞ্জামসহ জহুরুল ইসলামকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত গুড় কারখানা মলিক জহুরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করে। জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।