নিজস্ব প্রতিবেদক/
২৮ আগস্ট নাটোরের কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আদিব আহমেদ অনিক এবং মুশফিক অনিম সরকার ‘বেস্ট ইন ভার্চুয়াল প্রেজেন্টেশন পুরস্কার’ অর্জন করেছে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এডুকেটরস এন্ড রিসার্চ এর সহযোগিতায় ফিলিপাইন্স ও ইন্দোনেশিয়া যৌথভাবে দুইদিন ব্যাপী আয়োজিত আন্তর্জাতিক ভার্চুয়াল কনফারেন্সে অংশগ্রহণ করে উক্ত শিক্ষার্থীরা ‘বেস্ট ইন প্রেজেন্টেশন পুরস্কার’ লাভ করে। উক্ত কনফারেন্সের মূখ্য বিষয় ছিল ‘মুভিং ফরওয়ার্ড এম্পাওয়ারিং এডুকেশনাল রিসার্চ এন্ড প্র্যাক্টিস এমিডস্ট কভিড-১৯ প্যান্ডেমিক’।
বাউয়েটের শিক্ষার্থীরা ‘চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস অব এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ ডিউরিং কভিড-১৯’ এর উপর গবেষণাপত্র উপস্থাপন করে এ পুরস্কার অর্জন করে। উল্লেখ্য উক্ত কনফারেন্সে বিশ্বের ২১টি দেশের শতাধিক শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেন। বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল বিজয়ী দলের সকল সদস্যদের ধন্যবাদ জানান।