১২ ভাদ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম প্রয়াণ দিবস।কবির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা। কিশোর নজরুল নামা ত্রিশালের বেচুতিয়া বেপারী বাড়িতে জায়গীর থাকতেন।নামা ত্রিশাল থেকে সামন্য দূরে শুকনি বিলের পাড়ে বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। এখানে রয়েছে তাঁর অনেক স্মৃতি। তাঁর সেই স্মৃতি ঘিরে এখানে গড়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়। সেই বটতলা নিয়ে লিখা আমার ছড়া।
ত্রিশাল থেকে সামান্য দূর
শুকনি বিলের তীরে
সকাল বিকাল শুদ্ধ বাতাস
বয় সেখানে ধীরে।
এ বটতলার নিচে বসে
গাইতো দুখু গান
স্মৃতির রোদ্র বৃষ্টি ভেজা
এখনও অম্লান।
শুকনি বিলের শাপলাগুলো
নাচে ঢেউএর তালে
ধূসর অতীত মাছের মতো
ধরা পড়ে জালে।
উদাস পথিক ছায়ায় বসে
ক্লান্তি করে দূর
বটের পাতা বাজায় বাঁশি
মিষ্টি গানের সুর।
গভীর রাতের অন্ধকারে
দৃষ্টি করে ভুল
বাবরি পরা বৃক্ষটাকে
মনে হয় নজরুল।