নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ালিয়া ইউপির ১৫০জন দারিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে স্বাস্থ্য সুুরক্ষায় মাস্ক, হাতধোয়া সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের ৪৫ হাজার টাকা অর্থায়নের ইউনিয়ন পরিষদ হলরুমে এই স্বাস্থ্য সুুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দারিদ্র্র পরিবারের মাঝে ৪টি মাস্ক, ৪টি সাবান ও ১কেজি করে ব্লিচিং পাউডার বিতরণ করেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শাহেদ আল মামুুন।
এসময় লালপুর থানা আ.লীগের যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুল আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম ও ইউপি সচিব আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।