মিস্ পৃথিবী/
বিদ্রোহের ১৪ বছর আজ ২৬ আগষ্ট। দিনাজপুরের ঐতিহাসিকয়ক ফুলবাড়ী দিবস এর অংশ হিসেবে নাটোর জেলায় বাংলাদেশর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি , বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি ( সি.পি.বি), ছাত্র ইউনিয়নও বিপ্লবী ছাত্র সংহতি সহ বিভিন্ন শ্রেণী গণ সংগঠনের সম্নয়ে শহীদ আমিনুল, সালেকিন, তরিকুল এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর নেতা কমরেড আনছার আলী দুলাল, সি.পি.বি
নাটোর জেলার সাধারণ সম্পাদক কমরেড নির্মল চৌধুরী ,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা সাধারণ সম্পাদক আখচাষী নেতা কমরেড সোলাইমান হোসেন মোল্লা , সহ সাধারণ সম্পাদক কমরেড শাহীন আলম ,ছাত্র ইউনিয়ন নাটোর জেলার সভাপতি আদিত্য শুভ, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত, মোস্তাকিন , বিপ্লবী ছাত্র সংহতির নাটোর জেলা নেতা মিস্ পৃথিবী , মিস্ নক্ষত্র , ইনসান আহম্মেদ ,কৃষক নেতা আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম প্রমুখ ।
উক্ত সমাবেশে কমরেড আনছার আলী দুলাল ফুলবাড়ী’র রক্তে লেখা ৬ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহব্বান জানান।