পদ্মা ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলায় একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে অন্তত ২৫ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মুম্বাইয়ের দক্ষিণে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত পাঁচতলা ওই ভবনটিতে ৪৫টি ফ্ল্যাট ছিল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১০ বছরের পুরনো ভবনটি সোমবার (২৪ আগস্ট) বিকেলে ধসের পড়ার পর দ্রুত ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ উদ্ধারকারী দলের তিনটি টিম ছুটে যায়।
ভিডিও ফুটেজ থেকে দেখা যায় ভবনটি ধসে পড়ার পর পুরো এলাকা ধূলায় ছেয়ে যায়। ভবনটির নিচের কয়েকতলা মাটির সঙ্গে মিশে গেছে।
ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দুর্যোগ প্রশমন বিভাগের মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে বলেছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এক টুইট বার্তায় জানিয়েছেন যে, তিনি স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং ঘটনার বিস্তারিত জানছেন।
মুষলধারে বৃষ্টির কারণে গত মাসে মুম্বাইতে একটি বহুতল ভবন ধসে পড়েছিল। ওই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৯ জন। আহত হয়েছিলেন অনেকে।