অশিক্ষিত এক দিন মজুর
ক্ষেতের ফসল ফলায়,
কাদা মাটির মাঠেই তারা
লাঙ্গলের ফলা চালায়।।
বুকের ভিতর হাড় ক খানা
কেমন গোনা যায়,
দিন মজুরের পেটা হাতেই
কাস্তেটা চালায়।।
কাদা ও মাটি প্রস্তুত করেই
বপন করে চারা,
সেই মাটিতে ফসল ফলিয়ে
কৃষক আত্মহারা।।
শ্রম ও ঘামে কৃষকের কষ্টে
ফলায় মাঠে ফসল,
কাদা মাটির সঙ্গেই সম্পর্ক
কৃষক বাড়ায় বল।।
প্রতিদিন মোরা করি আহার
পেটের ক্ষুধা মেটাই,
শক্ত হাতেই ফলাচ্ছে ফসল
সেই ফসলই খাই।।
মলিন মুখেই তাকিয়ে আছে
আমার কৃষক ভাই,
তাদের মুখের হাসিটা মোরা
সকল সময় চাই।
কাদা মাটির সঙ্গেই সম্পর্ক
মাটিতে মন ও প্রাণ,
ক্ষেতের ফসল ফলায় চাষা
কৃষকের শুধু জয়গান।।