নাটোর প্রতিনিধি/
‘যদি সত্যিকারে আওয়ামী লীগকে ভালো বাসতে না পারেন তাহলে আওয়ামী লীগ করা ছেড়ে দিন। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে আমি লীগ করবেন না। পারলে আওয়ামী লীগ করুন, আমি লীগ নয়’। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস শোক দিবসের আলোচনা সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি রবিবার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও তিরাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর স্বজন হারানোর বেদনা নিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে যে ভাবে আগলে রেখেছেন সেই আওয়ামী লীগকে ‘আমি লীগে’ পরিণত যারা করবেন তাদের ভবিষ্যতে আওয়ামী লীগে ঠাঁই দেয়া হবে না।
মাঝগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফুল ইসলাম আশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক দিবসের জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান প্রমূখ।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।