লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহম্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার এবি ইউপি আ.লীগের আয়োজনে ১ও২ নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে আঙ্গারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালেশ্বর সরকারি বিদ্যালয় ও বাইপাস স্টেশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এবি ইউপির ৯নং ওর্য়াড আ.লীগের সভাপতি আব্দুল মান্নান ও আব্দুল কাদের সভাপতি (ভারপ্রাপ্ত) এর সভাপত্বিতে প্রধান অতিথি বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহদিুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছিলেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর থানা আ.লীগের সহ-সভাপতি ইস্কেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও র্নথ বঙ্গেল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আলাউদ্দনি আলাল, সাংগঠনকি সম্পাদক খাইরল বাশার ভাদু, সাবকে সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহম্মদে সাগর, ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমনিুল ইসলাম জয়, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তনু, নাটোর জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলতাব হোসনে কুটকুটি, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহদিুল ইসলাম বাঘা, সাংগঠনকি সম্পাদক ইকবাল হোসনে রিপন,বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।