নিজস্ব প্রতিবেদক/
রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোকসানা ফেরদৌসি পুতুল (৫৫) ও তামান্না রহমান রুমা (৫০) নামের দুই নারীর মৃত্যু হয়েছে। একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতাল ও আরেকজন বেসরকারি সিডিএম হাসপাতালে মারা যান।
মঙ্গলবার সন্ধ্যায় তারা দুজন মারা যান। এদের মধ্যে রোকসানা ফেরদৌসি পুতুল ‘বরেন্দ্র উন্নয়ন ফোরাম’ নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়কারী। তার বাড়ি বাড়ি নগরীর বালিয়াপুকুর এলাকায়। আর তামান্না রহমান রুমা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উপপরিচালক ছিলেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর কাজিহাটা এলাকায়।হাসপাতাল ও তাদের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকসানা ফেরদৌসি মারা যান। আর সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তামান্না রহমান। দুইজনেই দুই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। মৃত্যুর পর এ দুই নারীর মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করা হয়।