জল ছুঁই ছুঁই পিচঢালা পথ
বৃষ্টি নামবে এখনি
কচুরিপানা উন্মনা আজ
মেঘ ছুঁইবে এক্ষুণি।
কে তুমি আজ বসে আছো
ভেজা নদীর আঁচল ধরে
ছোট নাও যে ডাকছে তোমায়
মায়ের দেওয়া নামটি ধরে।
নদীর উপর দোকান আছে
নুন গোলানো চা পাওয়া যায়
কাঠের বেঞ্চে বসে সেথায়
পদ্মা নদীর ঢেউ গোনা যায়।